প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
আড়াই শ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডাঃ একেএম মাহবুবুর রহমানকে। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার নিয়োগের এই আদেশ দেয়া হয়। সহসাই তিনি পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন এবং বর্তমান ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহর কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।
উল্লেখ্য, এর আগে ডাঃ মাহবুবুর রহমান এই হাসপাতালের সহকারী পরিচালক ছিলেন। এই পদে থাকাবস্থায়ই তিনি মাস্টার্স ইন্ পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রি লাভের জন্যে যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ডে যান। ডিগ্রি সম্পন্ন করে তিনি সম্প্রতি দেশে ফেরেন।