প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
জেলা প্রশাসনের বিভিন্ন কমিটির সভা
সেপ্টেম্বরে শ্রেষ্ঠ কর্মকর্তা এনামুল হাসান, শ্রেষ্ঠ কর্মচারী সাখাওয়াত হোসাইন
২৬ সেপ্টেম্বর রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা কর্ণধার কমিটির সভা, জেলা রাজস্ব সভা, জেলা কৃষিঋণ কমিটির সভা, খাসজমি বন্দোবস্ত কমিটির সভা, জেলা নদীরক্ষা কমিটির সভা, জেলা ভূ-সম্পত্তি জবর-দখল প্রতিকার সংক্রান্ত সভা এবং মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভাসমূহে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। সভাসমূহে জেলার উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত প্রকল্প, রাজস্ব ও ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। মাসিক স্টাফ মিটিংয়ে সততা ও কর্মদক্ষতার বিচারে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনামুল হাসান এবং শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসাইন।