প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
গত ২২ সেপ্টেম্বর চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টাল ও ফেসবুক পরিচালনা, হালনাগাদকরণ এবং উন্নয়ন পরিকল্পনা ও বাজেট উন্মুক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। প্রশিক্ষণ কর্মসূচিতে ইএএলজি প্রকল্পভুক্ত ৩০টি ইউনিয়নের সচিববৃন্দ, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার উপজেলা পরিষদের সিএ এবং সকল উপজেলার সহকারী প্রোগ্রামারবৃন্দ অংশগ্রহণ করেন। সকল উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব ওয়েবপোর্টাল এবং ফেসবুক হালনাগাদকরণের মাধ্যমে তথ্যের অবাধ প্রবহমানতা ও সহজলভ্যতা নিশ্চিতকরণপূর্বক নাগরিক সেবা বৃদ্ধি এ কর্মসূচির মুখ্য উদ্দেশ্য। একইসাথে ইউনিয়ন ও উপজেলা পরিষদের পরিকল্পনা ও বাৎসরিক বাজেট ওয়েবসাইট এবং ফেসবুকে আপডেট করার মাধ্যমে স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার গঠন করা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।