প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
গত ২২ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির জেলা স্টিয়ারিং কমিটির সভা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সংক্রান্ত জেলা স্টিয়ারিং কমিটির সভা, সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত সভায় ভিক্ষাবৃত্তি নিরসনে ভিক্ষুকদের সঠিক তালিকা প্রণয়ন, তালিকাভুক্ত ভিক্ষুকদের বিভিন্ন বৃত্তিমূলক পেশায় অন্তর্ভুক্তির লক্ষ্যে তাদেরকে প্রশিক্ষণ প্রদান এবং অন্যান্য সহযোগিতা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়। বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সংক্রান্ত সভায় বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা গৃহীত হয়। সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভায় অধ্যয়নরত শিক্ষার্থীদের যথাযথ শিক্ষাদান, বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ সংস্কার, সীমানা প্রাচীর নির্মাণ, পুকুর পরিষ্কার সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণসমৃদ্ধ খাবারের মেন্যু প্রস্তুত করা হয়। এ সময় স্ব স্ব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।