শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মীর শপিং কমপ্লেক্সের মালিকের ইন্তেকাল
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর শহরের জে. এম. সেনগুপ্ত রোডস্থ বহুল পরিচিত মীর শপিং কমপ্লেক্সের মালিক মীর মোঃ খালেদ হায়দার গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর ২০২১) সকাল ১০টার পর ইন্তেকাল করেছেন (ইন্না---রাজিউন)। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার এশার নামাজের পর চিশতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

মীর খালেদ হায়দারের স্ত্রী হাসিনা হায়দার হচ্ছেন চাঁদপুর শহরের গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা হাসিনা হায়দার এবং তাঁর একমাত্র পুত্র হচ্ছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ডাঃ মীর মুনতাকিম হায়দার রুমি। তিনি চাঁদপুর শহরের মিশন রোডের বাসিন্দা। তাঁর বাবা মীর আঃ রাজ্জাক হায়দার ছিলেন চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী।

মীর খালেদ হায়দারের মৃত্যুতে মীর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়