শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির স্বপদে বহাল
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির স্বপদে বহাল হলেন। গতকাল বৃহস্পতিবার মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ-এর বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লা কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশিরের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বহিষ্কার আদেশ বাতিল ও অবৈধ মর্মে ঘোষণা প্রদান করেন। ঢাবি’র সাবেক ছাত্রনেতা শাহজাহান শিশিরের আইনজীবী ব্যারিস্টার এমকে রহমান জানান, এ রায়ের ফলে শাহজাহান শিশির কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আইনগত বাধা রইলো না।

উল্লেখ্য, কচুয়া সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়মের ঘটনায় প্রকৌশলীকে মারধরের বিষয়ে প্রকৌশলীর দায়ের করা মামলায় উপজেলা পরিষদ চেয়রম্যান মোঃ শাহজাহান শিশিরকে ২৩ জুলাই ২০২০ খ্রিঃ স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বহিষ্কার করে। তাছাড়া তার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় আইসিটি আইনে দায়েরকৃত মামলায়ও তিনি বৃহস্পতিবার জামিন লাভ করেন।

এ রায়ের খবর কচুয়ায় ছড়িয়ে পড়লে শাহজাহান শিশির মুক্তি পরিষদের নেতৃত্বদানকারী উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাউন্সিলর কামাল হোসেন অন্তরের নেতৃত্বে কচুয়া পৌরবাজারে একটি আনন্দ মিছিল বের করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে তাঁর সমর্থক ও ভক্তরা আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়