প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির)-এর কাউন্সিলর (ভোটার) হলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মধ্যে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হলেন তিনি।
চাঁদপুরের সকলের পরিচিত মুখ ও ক্রীড়া সংগঠক অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সে সময়ে জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন খেলাধুলা হয়েছে। তিনি চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন।
অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান চাঁদপুর ক্রিকেট একাডেমির প্রতিনিধি হিসেবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত হন। জেলা ক্রীড়া সংস্থা থেকেই তিনি বিসিবিতে ক্রিকেটের প্রতিনিধিত্ব করবেন।
অভিনন্দন
ক্রীড়া সংগঠক অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠক। অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পূর্ব শ্রীরামদী ক্লাবের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। এছাড়া অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও ক্রিকেট কোচ সৈয়দ শামিম ফারুকী, বাংলাদেশ আম্পায়ার্স এন্ড স্কোরার অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ বিশ্বজিৎ কর রানাসহ বিভিন্ন ক্লাবের ক্রীড়া সংগঠনরা।