প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় ২শ’ ৫০ পিচ ইয়াবাসহ মা মরিয়ম বেগম (৪৫) ও ছেলে মাসুদ মিয়া (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে কচুয়া থানার এসআই মামুন সরকার ও এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের পরান গাজী বাড়ির আমিন গাজীর স্ত্রী মরিয়মের ঘরে তল্লাশি চালিয়ে ৫০ পিচ ও তার ছেলে মাসুদের ঘরে তল্লাশি চালিয়ে ২শ’ পিচ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত মরিয়ম ও মাসুদ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।