প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
পানিকে বিদ্যুতায়িত করে মাছ শিকারের মতো জঘন্য কাজে নেমেছে একদল মাছ শিকারী। ফরিদগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলের কামতা, মুন্সিরহাট, গল্লাক, আস্টা, ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় ইলেকট্রনিক্স সার্কিট দিয়ে মাছ শিকার করতে দেখা গেছে। দ্রুত মাছ শিকারে অবৈধ পন্থা ক্রমেই জনপ্রিয় হচ্ছে এসব এলাকায়। কিন্তু জলজপ্রাণী ছাড়াও ইলেকট্রনিক্স সার্কিট দিয়ে মাছ শিকারের বানানো ফাঁদে অনেক সময় নিজেরাও ক্ষতির সম্মুখিন হওয়ার আশঙ্কা রয়েছে। এই দিকটা ভেবে দেখছে না মাছ শিকারীরা।
স্থানীয়রা জানায়, ব্যাটারি ও ইনভার্টার দিয়ে বিদ্যুৎ তৈরি করে পানিতে দিতেই মরে যাচ্ছে নদীর মূল্যবান সম্পদ মাছ। আর এতেই বিলুপ্তি হচ্ছে নদীর বিভিন্ন প্রজাতির মাছ এবং তার সাথে রয়েছে পুঁটি, ট্যাংরা, চিংড়ি, পাবদাসহ সুস্বাদু মাছ। প্রতিদিন ইলেকট্রিক শক দিয়ে নদীর ছোট-বড় মিলিয়ে ১০-১২ কেজি মাছ ধরে এ মৎস্য শিকারীরা। মাছ ধরার এ অবৈধ মেশিনগুলো ঢাকা থেকে নিয়ে আসা হয়। ওইসব এলাকার বিভিন্ন বাজারে কিছু দোকানে অর্ডারের মাধ্যমে মেশিন পাওয়া যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্য শিকারী জানান। ফলে ওই এলাকাতে বিভিন্ন জায়গায় ইনভার্টারের সাহায্যে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার প্রবণতা বেড়েই চলেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা জানান, ইলেকট্রনিক্স সার্কিট দিয়ে এভাবে সরাসরি মাছ ধরার কোনো অনুমতি নেই। যারা এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা এভাবে অবৈধভাবে মৎস্য শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবো। পাশাপাশি মাছের প্রজনন ক্ষমতাও নষ্ট হবে। তাছাড়া মাছের সঙ্গে জলজপ্রাণীরাও মারা যাচ্ছে।