শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বিষ্ণুপুরে চাঁদাবাজদের হামলায় ইউপি সদস্য আহত
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাল দিয়ে চলাচলকারী নৌযান থেকে চাঁদা তুলতে বাধা দেয়ায় ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে যাওয়া ধনপর্দ্দি- রাজারগাঁও সড়কের পাশের খাল দিয়ে আগে থেকেই নৌকা, ইঞ্জিনচালিত নৌকা ও স্টীল বডি ট্রলার বিভিন্ন মালামাল নিয়ে চলাচল করে আসছে। হঠাৎ করেই মাসখানেক ধরে ৬নং ওয়ার্ডের প্রধানিয়া বাড়ির বাসিন্দা মোঃ ফারুক প্রধানিয়ার (৪২) নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র ভয়-ভীতি প্রদর্শন করে প্রতি নৌকা ও ট্রলার থেকে ২/৩ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিলো। উক্ত খালে চলাচলকারী নৌযান থেকে চাঁদা আদায়ের বিষয়ে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল ঢালী জানতে পেরে সংঘবদ্ধ চক্রটিকে চাঁদা তুলতে নিষেধ করে।

এ খবর শুনে চাঁদাবাজ চক্রের প্রধান ফারুক প্রধানিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রটি গত ১৯ সেপ্টেম্বর রাতে ইউপি সদস্য জয়নাল ঢালীর উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে। এতে ইউপি সদস্যের ডান হাত ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

আহত ইউপি সদস্য জয়নাল ঢালীকে স্থানীয়রা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসে। অপরদিকে স্থানীয় জনগণ ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করলে পিছু হটতে বাধ্য হয়।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন খান শামীম রাতেই আহত ইউপি সদস্য জয়নাল ঢালীকে দেখতে হাসপাতালে আসেন। গভীর রাত পর্যন্ত তিনি ইউপি সদস্যের চিকিৎসার বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নেন। বর্তমানে আহত ইউপি সদস্য জয়নাল ঢালী চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান নাছির উদ্দীন খান শামীমের সাথে কথা হলে তিনি বলেন, আমার ইউনিয়নে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান নেই। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, সরকারের খালে কার অনুমতিতে এরা চাঁদাবাজি করছে এটা আমার জানা নাই। আমার ইউপি সদস্য এই অবৈধ কাজে বাধা দেয়ায় তারা তাকে আহত করেছে। এ বিষয়ে তাৎক্ষণিক আমাদের অভিভাবক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আমরা লিখিত অভিযোগ দিবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়