শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

প্রধানমন্ত্রী বিভিন্ন জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের সহায়তা দিচ্ছেন
মোঃ আবদুর রহমান গাজী ॥

‘বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ-স্বনির্ভর সমৃদ্ধ পল্লী গড়ার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চাঁদপুর সদর উপজেলার আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যেক্তাদের মাঝে প্রণোদনার আওতায় ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর সোমবার সকালে বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের সহায়তা দিচ্ছেন। আজকে বিআরডিবিও কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার আওতায় ঋণ দিচ্ছেন। চার পার্সেন্ট হারে সুদ, দুই বছরে পরিশোধ করতে হবে এ দুই লাখ টাকা। তিনি আরো বলেন, আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা মনে করি ঋণ নিলে পরিশোধ করা লাগবে না। এটা সম্পূর্ণ ভুল। এ টাকা সরকারের স্বার্থে জনগণকে দেয়া হয়। আবার জনগণের স্বার্থে এ টাকা সরকারের কোষাগারে জমা হয়। আমি যদি সঠিকভাবে ব্যবসা করি, তাহলে ঋণ পরিশোধ করতে কোনো সমস্যা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে আছেন। তিনি গরীব মেহনতী মানুষের কথা চিন্তা করেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবির উপ-পরিচালক মোঃ মোকাব্বের হোসেন ভূঁইয়া, ইউসিসিএ লিমিটেডের সদর উপজেলা সভাপতি মোঃ শহিদুল্লাহ খান, বিআরডিবি চাঁদপুর সদর উপজেলা পরিচালক মোঃ আলী আরশাদ মিয়াজী প্রমুখ।

বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল গণির পরিচালনায় কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার আওতায় ১৫জন পল্লী ক্ষুদ্র ব্যবসায়ীদের দুই লাখ টাকা করে ৩০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়