প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
সিআইডির কাছে যা বললো ঘাতক রাজু
চাঁদপুর শহরের দধি ও মিষ্টান্ন ব্যবসায়ী নারায়ণ চন্দ্র ঘোষকে হত্যাকারী ঘাতক রাজু শীলকে গ্রেফতার করেছে সিলেট জেলা সিআইডি পুলিশ। ১৯ সেপ্টেম্বর রোববার সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
|আরো খবর
এদিকে সিলেট জেলা সিআইডি পুলিশ গ্রেফতারের পর পরই সিআইডি হেড কোয়ার্টারে ঘাতক রাজুকে হস্তান্তর করে। ২০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় সিআইডি পুলিশ হেডকোয়ার্টারের মিডিয়া সেলের বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর প্রেসব্রিফিংয়ে জানান, সিলেট জেলা সিআইডি পুলিশ গ্রেফতার করে হেডকোয়ার্টারে হস্তান্তরের পর তারা প্রাথমিকভাবে রাজুকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ঘাতক রাজু জানিয়েছে, নারায়ণ ঘোষের কাছ থেকে সে টাকা ধার নেয়। নারায়ণ ঘোষ পাওনা টাকা চায় এবং তাকে মানসিক যন্ত্রণা দেয়। এজন্যে সে নারায়ণ ঘোষকে ধারালো ক্ষুর দিয়ে হত্যা করে। হত্যার পূর্বে নারায়ণ ঘোষের সাথে তার বেশ বাক-বিত-া হয়। এই বিবাদের জেরে নারায়ণ ঘোষকে সেলুনের ক্ষুর দিয়ে হত্যা করে।
সিআইডির মিডিয়া সেলের বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর আরো বলেন, রাজুর তথ্য মতে চাঁদপুরে নারায়ণ ঘোষ দই-মিষ্টান্ন বিক্রি করতেন। পাশাপাশি তিনি লোকজনকে সুদে টাকা দিতেন। কয়েক মাস আগে তার কাছ থেকে সে টাকা নেয়। সেই টাকা আর ফেরত দিতে পারেনি রাজু।
১৫ সেপ্টেম্বর রাতে নারায়ণ ঘোষ সেলুনে এসে পাওনা টাকা নিয়ে রাজু শীলের কথা কাটাকাটি করে। পরে ক্ষুর দিয়ে নারায়ণকে হত্যা করে। এরপর বাসা থেকে বস্তা এনে লাশ বস্তায় ভরে টানতে টানতে পাশের পরিত্যক্ত স্থানে রেখে সেলুন ধুয়ে মুছে পরিষ্কার করে সে ঘটনাস্থল ত্যাগ করে।
সিআইডি বলছে, ওই রাতেই রাজু চাঁদপুর ছেড়ে প্রথমে ঢাকায় ও পরে সুনামগঞ্জে চলে যায়। সেখান থেকে সে চলে যায় সিলেট। হত্যাকা-ের পরদিন সেলুন মালিক দোকানে ঢুকে বুঝতে পারেন, ভারী কিছু একটা তার দোকান থেকে টেনে বাইরে নিয়ে যাওয়া হয়েছে।