শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে এবার কিশোরের আত্মহনন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে আবারো অপমৃত্যুর ঘটনা ঘটলো। ১৯ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা এলাকা থেকে রায়হান বেপারী (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে। এর আগে সে দুপুরে নিজের ঘরে গলায় ফাঁস দেয়।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা গ্রামের বেপারী বাড়ির কৃষক আবু তাহের বেপারীর ছেলে রায়হান বেপারী বসত ঘরের আড়ার সাথে সবার অলক্ষ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে থানা পুলিশের কাছে সংবাদ দেয়। তবে কী কারণে আত্মহত্যা করেছে তার কারণ জানা যায় নি।

এই নিয়ে গত ৫দিনে ফরিদগঞ্জে ৫ নারীসহ ৫জন আত্মহত্যা করে। এর মধ্যে ৩টি লাশ ফরিদগঞ্জ থানা পুলিশ এবং ২টি লাশ চাঁদপুর মডেল থানা পুলিশ উদ্ধার করে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়