শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

৩ দিনেও কুল-কিনারা পায়নি চাঁদপুর মডেল থানা পুলিশ
গোলাম মোস্তফা ॥

গত ১৬ সেপ্টেম্বর চাঁদপুর শহরের দধি ও মিষ্টান্ন ব্যবসায়ী নারায়ণ ঘোষকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো কুল-কিনারা পায়নি চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

নারায়ণ ঘোষের ছোট ছেলে রাজীব ঘোষ রাজু বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় সেলুন কর্মচারী রাজুকে আসামী করে এবং অজ্ঞাতনামা আরো ক’জনকে আসামী উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকে ঘাতক রাজুকে আটকের জন্যে মরিয়া হয়ে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এমনকি ঘটনার বেশ কিছু আলামতও উদ্ধার করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ বিপণীবাগ বাজারের নাইট গার্ড ইসমাইল, ঘাতক রাজুর স্ত্রী শিউলি, তার বড় ভাই ও দোকান মালিক কৃষ্ণাকে জিজ্ঞাসাবাদ করেছে। দফায় দফায় বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের সাথে কথা বলছে পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটনে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে গত ৩ দিনেও কুল-কিনারা করতে পারেননি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মডেল থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স এন্ড অপারেশন) মোঃ এনামুল হকের সাথে কথা হলে তিনি জানান, ঘটনার পর থেকেই মামলার আসামী রাজুকে আটকের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শুধু তা-ই নয়, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ের পরামর্শে মামলার আসামী গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটনে সক্ষম হবো এবং তা আপনাদের সামনে দ্রুত সময়ের মধ্যে উপস্থাপন করতে পারবো। এর বাইরে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়