শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

যে কোনো সময় খালে ধসে পড়তে পারে বিদ্যালয়টি
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের বোয়ালজুরি খালের পাড়ে ১২৪নং কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের সাথে বোয়ালজুরি খাল দিয়ে প্রতিনিয়ত হাজীগঞ্জ, মতলব, দাউদকান্দি ও কচুয়া উপজেলার বিভিন্ন ইঞ্জিনচালিত নৌযান চলাচল করে। ফলে পানির ঢেউ এসে বিদ্যালয় সংলগ্ন তীরে ধাক্কা খায়। প্রতি বছর বর্ষার পানিতে নৌযান চলাচলের ব্যাপকতার কারণে এবং গাইডওয়াল না থাকায় পানির স্রোতের তীব্রতায় বিদ্যালয় ভবনের নিচের মাটিগুলো ধীরে ধীরে সরে যায়। ফলে যে কোনো মুহূর্তে ভবনটি খালে ধসে পড়ার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। ১৯৮৮ সালে খালের পূর্ব পাড়ে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি। বিদ্যালয়টিতে ৪ জন শিক্ষক এবং ১১৫ শিক্ষার্থী রয়েছে।

সরজমিনে দেখা যায়, স্কুলের সামনের সিঁড়িগুলোতে ফাটল দেখা দিয়েছে। বিদ্যালয়ের একমাত্র চলাচলের পথের কিছু অংশ ভেঙ্গে পড়ায় সড়কটি সরু হয়ে পড়ছে। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সরু পথ দিয়েই বিদ্যালয়ে যাতায়াত করছে। জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে দেখা যায় শিক্ষার্থীদের।

স্থানীয় এলাকাবাসী আঃ রহিম, আঃ মমিন, বাদশা, জামাল হোসেন, রহিমা খাতুন ও শেফালী বেগম জানান, বিদ্যালয়টির পাশে বোয়ালজুরি খাল। এই খালের গভীরতা অনেক বেশি। কিন্তু বিদ্যালয় ভবনটি রক্ষায় নেই কোনো গাইডওয়াল। ভবনটি রক্ষা করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির আহমেদ বলেন, বর্ষা মৌসুমে এই খাল দিয়ে খরস্রোতে প্রবাহিত হওয়ার কারণে খাল পাড়ের মাটি সরে যাওয়ায় বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অচিরেই কোনো ব্যবস্থাগ্রহণ করা না হলে যে কোনো সময় খালে ধসে পড়তে পারে বিদ্যালয়টি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রসূল বলেন, বিদ্যালয়ের পাশে বোয়ালজুরি খাল দিয়ে বিভিন্ন নৌযান চলাচল করে, যাতে সৃষ্ট ঢেউ বিদ্যালয় সংলগ্ন পাড়ে আঘাত হানায় সমস্যা সৃষ্টি হয়েছে। বিদ্যালয়টি সরজমিনে পরিদর্শন করে উপজেলা শিক্ষা কমিটি ও প্রশাসনের সাথে আলোচনা করে বিদ্যালয় ভবন ধসে পড়া রোধের জন্যে আর্থিক বরাদ্দ দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়