প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মাকে একনজর দেখার জন্যে ছটফট করছে ১৮ মাস বয়সী শিশু আবরিন জাহান আনহার। দুদিন পার হয়ে গেলেও মায়ের মুখের সন্ধান মিলেনি তার। দাদী নানীর মুখের পানে তাকিয়ে শুধুই মায়ের জন্যে ছটফট করছে আনহার। গত ১৬ সেপ্টেম্বর রাতে খুন হওয়ার সময় মায়ের পাশে দাঁড়িয়েছিল শিশু আনহার। কোনো কিছু বুঝার ক্ষমতা না থাকলেও নাড়ির টানে মায়ের জন্যে শুধুই হাহাকার। নওরোজ আফরিন প্রিয়া খুন হওয়ার দুদিন পার হলেও মায়ের বুকের দুধের জন্যে অপেক্ষা আনহারের। রাতদিন শুধুই মায়ের খোঁজ। বাবা, নানী, দাদী ও পরিবারের সদস্যদের শুধুই ব্যস্ততা মায়ের মমতার অভাব থেকে আনহারকে দূরে রাখা।
১৮ সেপ্টেম্বর দুপুরে প্রিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় শিশু আনহারের মায়ের জন্যে ব্যাকুলতা। প্রিয়ার মামা মোসাইদুল ইসলাম নেয়ামত জানান, শিশু আনহার তার মায়ের জন্যে ছটফট করছে। কিছুক্ষণ পর পর কেঁদে উঠছে। ডাক্তারের পরামর্শ নিয়ে তার জন্যে দুধ কিনে আনা হলেও সে তা খাচ্ছে না। তার নানী তাহমিনা সুলতানা রুমি ও দাদী শিল্পী বেগম সারাক্ষণ কোলে নিয়ে মায়ের আদর পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর আনহারের বাবা হৃদয় স্ত্রী হারিয়ে শিশু আনহারকে বাঁচিয়ে রাখতে প্রয়াস চালাচ্ছেন।
এদিকে প্রিয়া হত্যার রহস্য উদ্ঘাটনের জন্যে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বার বার ঘটনাস্থলে গিয়ে রহস্য উন্মোচনের জন্যে কাজ করে যাচ্ছে। প্রিয়ার পরিবার এ হত্যাকাণ্ডের রহস্য জানতে উন্মুখ হয়ে আছে। কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটতে পারে-এটাই এখন সবার প্রশ্ন।