শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

এই অঞ্চলে পৌরসভার জায়গা থাকলে ক্লাবকে দেয়া হবে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর শহরের বিষ্ণুদী ইয়াং স্টার ক্লাবের ১৫ বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় পাঞ্জাপাঞ্জি ক্লাবের সাথে ৫-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেভেন স্টার ক্লাব এফসি।

শুক্রবার ১৭ সেপ্টেম্বর বিকেলে বিষ্ণুদী ঢালীর মসজিদ সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনারা আমাকে দল-মত-নির্বিশেষে আমার ওপর ভরসা রেখে নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই এলাকার অনেকেই পৌরসভার সেবা ও সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। আমি আমার নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম যে, আমি নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের সেবার জন্য কাজ করে যাবো। আমি যেন আমার ওয়াদাগুলো পূরণ করতে পারি আপনারা সেই দোয়া করবেন।

তিনি আরো বলেন, আমি পৌরসভার দায়িত্ব নিয়েছি করোনাকালীন সময়ে। ওই সময়ে পৌর কর্মচারীদের দীর্ঘ ৮ মাসের বেতন বকেয়া ছিলো। আমি আসার পরে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধসহ অনেক কিছুই করতে হয়েছে। আমাকে আরো কিছুটা দিন সময় দেন, আমি আস্তে আস্তে আপনাদের সকল দাবি পূরণ করতে চেষ্টা করবো। আপনারা সবাই দাবি করেছেন, ইয়ংস্টার ক্লাবের জন্য চাঁদপুর পৌরসভা থেকে একটি জায়গা দেয়ার জন্যে। এই অঞ্চলে পৌরসভার জায়গা আছে কিনা আমার জানা নেই। আমাদের এখানে উপস্থিত চাঁদপুর পৌরসভার দু’জন কাউন্সিলর রয়েছেন, তাদেরকে অনুরোধ করবো, এখানে যদি পৌরসভার কোনো জায়গা থেকে থাকে তাহলে আমি ইয়ংস্টার ক্লাবের জন্য জায়গার ব্যবস্থা করে দেবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিষ্ণুদী ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ক্রীড়া সংগঠক এমএ খালেক মিয়াজী।

চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর চান মিয়া মাঝি, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট কবির চৌধুরী, সমাজসেবক মনিরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর আউটার বয়েজ ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কমিউনিটি পুলিশ অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান গাজীসহ অন্য অতিথিবৃন্দ।

টুর্নামেন্টের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাব কর্মকর্তা দেলোয়ার হোসেন বেপারী, নাসির সর্দার, মোহাম্মদ রাসেল খান পায়েল, মোঃ সুজন, মুজাফফর মৃধা, মোহাম্মদ জাবেদ, বসু মুনশি, মানিক মিজি, শাহীন কবির, সুমন মিজি ও মিলন।

খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ, সেরা খেলোয়াড়সহ বিভিন্ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়