শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বিদ্যালয়মুখী সড়ক কার্পেটিং করে দিতে এক প্রধান শিক্ষকের আকুতি
শরীফুল ইসলাম ॥

হাইমচর উপজেলাধীন ৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব চরভাঙ্গা ভূঁইয়া-গাজী বাড়ির সামনে ৫৮নং পূর্ব চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ সালে স্থাপিত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় দুশতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত এবং স্কুলটির আশেপাশে প্রায় চার শতাধিক পরিবারের বসবাস। মেইন রোডের মাথায় আব্দুল কাদের গাজীর দোকান থেকে ৫৮নং পূর্ব চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে লোকমান মাস্টারের বাড়ি পর্যন্ত সড়কটি দিয়ে অত্র স্কুলের এবং এলাকার চার শতাধিক পরিবার প্রতিদিন যাতায়াত করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাম্প্রতিক সময়ে বাচ্চাদের স্কুলে পড়াশোনা ও উপস্থিতির বর্ণনা দেয়ার সময় চাঁদপুর কণ্ঠের নিকট খুব আকুতি জানিয়ে বলেন, আমি এই স্কুলে ৩১/০৭/২০১৮ তারিখে যোগদান করি। আমি যোগদানের পর স্কুল কমিটির লোকজন, এলাকার মুরব্বিসহ চেয়ারম্যান-মেম্বারদের সাথে এই সড়কটি নিয়ে অনেকবার কথা বলেছি। তারা আমাদেরকে মৌখিকভাবে রাস্তা করে দেয়ার কথা বললেও এখন পর্যন্ত এই সড়কটি করা হয়নি। অত্র এলাকার ইউপি সদস্য মোঃ কাউছার বেপারী এই বর্ষার আগে এলাকার সাধারণ জনগণের অনুরোধে নিজ অর্থায়নে কিছু ইটের কংক্রিটসহ মাটি ভরাট করে চলাচলের উপযোগী করেন। কিন্তু বর্ষায় অধিক বৃষ্টির কারণে রাস্তাটির বর্তমানে বেহাল দশা।

তিনি আরো বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বাচ্চারা এমনিতেই স্কুলে আসতে চায় না। তার উপরে যদি স্কুলে আসার সড়কটির পরিবেশ এইরকম হয়, তাহলে আগামী দিনগুলোতে বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করতে চাইবে না। এমতাবস্থায় আমাদের স্কুল কর্তৃপক্ষের এবং এলাকাবাসীর আকুতি, যত দ্রুত সম্ভব মেইন রোডের আব্দুল কাদের গাজীর দোকান হতে ৫৮নং পূর্ব চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে লোকমান মাস্টারের বাড়ি পর্যন্ত সড়কটি কার্পেটিং করে দেয়া হোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়