প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
একদিনের সফরে চাঁদপুরে এলেন চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী
ডিসি, এসপি ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি একদিনের সফরে চাঁদপুর এসেছিলেন। ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে তাঁর স্ত্রীর বড় ভাই মুক্তিযোদ্ধা মরহুম আবু তাহের দুলালের ছোট ছেলে সাজেদুর রহমান সজীবের বিয়ে উপলক্ষে তাঁর এই আগমন। তিনি চাঁদপুর সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। এছাড়া তাঁকে স্বাগত জানান এবং সাক্ষাৎ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া প্রমুখ।
এ সময় চীফ হুইপকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মসজিদে গোর-এ-গরিবার পাশের পৌর কবরস্থানে শায়িত সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর ভাগিনা আবু তাহের দুলালের কবর জিয়ারত করেন। সেখান থেকে পুরাণবাজার যান এবং চৌধুরী বাড়িতে মামা শ্বশুর সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর কবর জিয়ারত করেন।
চাঁদপুর সার্কিট হাউসে চীফ হুইপকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।