প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সাংগঠনিক পর্যালোচনা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহত্তম পরিবার। এ পরিবারে আমাদের নিজেদের মধ্যে পছন্দ-অপছন্দের বিষয় থাকতে পারে। কিন্তু সংগঠনের প্রশ্নে, নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে, বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্ব এ দুইয়ের বিষয়ে কোথাও কোনো ধরনের দ্বিমত থাকতে পারবে না। সংগঠন চলবে নিয়মের মধ্যে। নিয়ম মানলে ভুল হওয়ার আশঙ্কা থাকবে না। তিনি বলেন, আমাদের সামনে অনেকগুলো লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য অর্জনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী রাখতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা আওয়ামী লীগে বা অঙ্গ ও সহযোগী সংগঠনের যেখানেই থাকি না কেনো আমাদেরকে নিয়ম মানতে হবে এবং সেই নিয়মগুলো খুবই স্পষ্ট। যে যার মতো করে মনগড়া ব্যাখ্যা দিতে পারবে না। ভুল ব্যাখ্যা করে যে যার মতো করে কিছু করা যাবে না। দলের সবাইকে নিয়েই চলতে হবে, সবাইকে নিয়ে চলতে পারতে হয়।
ডাঃ দীপু মনি বলেন, আওয়ামী লীগ একটি বড় পরিবার। এ পরিবারের যারা দায়িত্বে থাকেন তাঁরা পরিবারের বাবা-মায়ের মতো। বাবা-মা যে দায়িত্ব নিয়ে পরিবারের সবাইকে একসঙ্গে করে রাখেন, তেমনি আমাদের দলের সবাইকে এক জায়গায় ধরে রাখতে হবে, প্রয়োজনে শাসনও করবেন। কাউকে কাছে রাখবেন কাউকে দূরে রাখবেন এ রকম যাতে না হয়। তিনি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার জন্যে জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
ডাঃ দীপু মনি আরো বলেন, আমাদেরকে একাধিকবার মনে রাখতে হবে, আমরা তিনবার ক্ষমতায়। এজন্য দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের যাত্রা আমাদের অবশ্যই অব্যাহত রাখতে হবে। কারণ, জনগণের কাছে আমাদের অঙ্গীকার রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব সে অঙ্গীকার, আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করা। তাই তৃণমূল পর্যায় থেকে সংগঠন শক্তিশালী হলে কেন্দ্রীয় পর্যায়ে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। শেখ হাসিনার সরকার অব্যাহত থাকবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
মন্ত্রী বলেন, অপশক্তিদের ষড়যন্ত্র থেমে নেই। দেশে ও বিদেশে তারা ষড়যন্ত্র করছে। তাদের প্রতিহত করা হবে। ডাঃ দীপু মনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্ব বহন করে। উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে স্থানীয় সরকার। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় স্থানীয় সরকার নির্বাচন গুলোতে আমরা দলীয় মনোনয়ন থেকে শুরু করে সবকিছু শৃঙ্খলার মধ্যে করেছি। সামনে যাতে স্থানীয় সরকার নির্বাচনে কোনো নিয়মের ব্যত্যয় না ঘটে।
এ মতবিনিময় সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, আব্দুর রশিদ সরদার, সন্তোষ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, রফিকুল্লাহ কোম্পানি, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউছার, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ দলীয় অগণিত নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভা নির্বাচনের পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীর সাথে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ দলের অনেক সিনিয়র নেতার দূরত্ব ছিল। সংগঠনের সভা সমাবেশ বা সরকারের বিভিন্ন আচার অনুষ্ঠানে তাঁদের একসাথে দেখা যায়নি। বহুদিন পরে জেলা নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে একসঙ্গে বসে দলের সাংগঠনিক বিষয়ে মতবিনিময় সভা করতে দেখা গেল।