শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বাইরে থেকে ঘরে এসেই গলায় দড়ি দিলো নির্মাণশ্রমিক
ফরিদগঞ্জ ব্যুরো ॥

প্রতিদিন কাজের উদ্দেশ্যে সকাল ৮টার দিকে বের হলেও গতকাল বৃহস্পতিবার বাবুল মিয়া ঘর থেকে বের হলেন সকাল ৬টায়। কিন্তু ঘণ্টাখানেক পর ফিরে আসেন। এসেই সবার অলক্ষ্যে ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেন। যদিও দুদিন পূর্বে তার পরিবারের সাথে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। যার জন্যে তিনি বিচার প্রার্থী ছিলেন। স্থানীয়দের ধারণা বিচার না পাওয়ায় মনের কষ্টে এই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্যপোঁয়া গ্রামের ।

জানা গেছে, মধ্যপোঁয়া গ্রামের মৃত মুখলেছুর রহমানের ছেলে এবং দুই মেয়ে ও এক পুত্রসন্তানের জনক বাবুল মিয়া (৩৯) পেশায় একজন নির্মাণশ্রমিক।

বাবুল মিয়া ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির বাইরে গিয়ে আবার ঘণ্টাখানেক পর ৭টার দিকে বাড়িতে ফিরে এসে নিজে ঘরে ঢুকে পড়েন। এ সময় তার স্ত্রী ও মেয়েরা বাড়ির অন্যকাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরের মধ্যে ঢুকে আড়ার সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান বড় মেয়ে মাধ্যমিক স্কুলে পড়ুয়া রিমা আক্তার। সে তার বাবার লাশটি ছোট ভাই জিসানের সহায়তায় মাটিতে নামান। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।

জানা গেছে, গত তিন দিন পূর্বে বাবুল মিয়ার সাথে তার বাড়ির অন্য পরিবারের ঝগড়া হয়। এ নিয়ে বাবুল মিয়াকে তার স্ত্রী-মেয়ের সামনে মারধর করা হয়। এ ব্যাপারে বুধবার বাবুল মিয়া ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করতে আসেন। পরে অভিযোগ লেখানোর পর থানায় জমা না দিয়ে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বিচারের দাবিতে বিভিন্ন জনের দ্বারস্থ হন।

বাবুল মিয়ার মেয়ে রিমা আক্তার জানান, তার বাবা প্রতিদিন কাজের উদ্দেশ্যে সকাল ৮টার দিকে বের হলেও গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির বাইরে গিয়ে আবার এক ঘণ্টা পর ৭টার দিকে বাড়িতে ফিরে এসে নিজে ঘরে ঢুকে পড়েন। এরপর তাকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখেন তিনি।

তবে সকালে বাবুল মিয়া বাড়ির বাইরে যাওয়ার পর তার সাথে কার এমন কী ঘটেছিলো যে তিনি দ্রুত বাড়িতে ফিরে আত্মহননের পথ বেছে নেন সেটি স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল জানান, বাবুল মিয়ার সাথে নাকি তাদের বাড়ির কোনো পরিবারের মারামারি হয়েছে, এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিয়েছে শুনেছি। তার মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে এ তথ্য জানতে পেরেছি। তবে কোনো পক্ষই আমার কাছে বিচারের জন্যে যায়নি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়