প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে আসমা আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আসমা গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের প্রবাসী জিল্লুর রহমানের মেয়ে। তিনি স্যানিটারি মিস্ত্রি সাইমুন মোল্লার স্ত্রী। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
আসমা আক্তারের মামা আলমগীর হোসেন চাঁদপুর কণ্ঠকে জানান, প্রায় তিন বছর পূর্বে আসমা ও পার্শ^বর্তী খাজুরিয়া গ্রামের আঃ মান্নানের ছেলে স্যানিটারি মিস্ত্রি সাইমুন মোল্লার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। সাইমুন-আসমা দম্পতির আরিয়ান নামে ১০ মাস বয়সী পুত্রসন্তান রয়েছে। গত প্রায় দেড় মাস পূর্বে তিনি তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।
আসমা আক্তারের মা শামছুন্নাহার চাঁদপুর কণ্ঠকে জানান, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে নাতি আরিয়ানের কান্নার শব্দ শুনে আসমাকে ডাকাডাকি করি। তার কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি, বসতঘরের সিলিং ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে। পরে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা বলছেন, আসমার স্বামীর সাথে তার ছোট বোন লামিয়ার অনৈতিক সম্পর্কের কারণে সে আত্মহত্যা করেছে। ওই রাতে আসমার স্বামী সাইমুন মোল্লা সে বাড়িতেই ছিলো। সকালে পুলিশ আসার সংবাদ পেয়ে সে পালিয়ে যায়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন চাঁদপুর কণ্ঠকে জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।