প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জের কৃতী সন্তান টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে স্থান পাওয়া ক্রিকেটার শামীম পাটওয়ারী ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম বলেন, ক্রিকেটার শামীম আমাদের উপজেলার একজন গর্বিত সন্তান। ক্রিকেটে তার দক্ষতায় বিশ্ব ক্রিকেটে সে স্থান করে নিয়েছে। এটা এই উপজেলাবাসীর জন্য বিশাল প্রাপ্তি। আমরা আশা করি, শামীম বিশ্বের দরবারে আমাদের উপজেলাকে আরো আলোকিত করবে। তাকে অনুসরণ করে উপজেলার ক্রিকেটপ্রেমীরা এগিয়ে যাবে-এটাই আমাদের প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।