শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হবে
বিমল চৌধুরী ॥

বাণিজ্য বন্দর নামে খ্যাত চাঁদপুর শহরের পুরাণবাজারে উদ্বোধন করা হয়েছে বেসরকারি ব্যাংক ‘আইএফআইসি ব্যাংক শাখা’র। উৎসবমুখর পরিবেশে গতকাল ১৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে মধুসূধন উচ্চ বিদ্যালয় মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন, সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। বাণিজ্যিক বন্দর হিসেবে চাঁদপুর পুরাণবাজারের অনেক খ্যাতি রয়েছে। পাইকারী ব্যবসা কেন্দ্র হিসেবে এখনো বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ এখানে ছুটে আসেন। তাদের চাহিদা পূরণে ব্যাংকটি কাক্সিক্ষত লক্ষ্য পূরণে কাজ করতে সক্ষম হবে। দেশের উন্নয়নসহ ব্যবসায়িক সফলতার কারণে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রমের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। আইএফআইসি ব্যাংকটি সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে আশ্বাস্ত করে বলেন, আপনারা হতাশ হবেন না। ডাঃ দীপু মনি নদী ভাঙ্গন প্রতিরোধসহ চাঁদপুরের উন্নয়নে ব্যাপক কাজ করছেন। নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যাপক প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করি এ বছরেই আমরা তা বাস্তবায়নে ভাঙ্গন প্রতিরোধে কাজ করতে পারবো। চাঁদপুরের উন্নয়নসহ বেকার সমস্যা দূরীকরণে আপনাদের অনেক ভূমিকা রয়েছে। আশা করি দেশের উন্নয়নে অর্থনীতির চাকা সচল রাখতে আপনারা আরো বেশি করে বিনিয়োগে সক্ষম হবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার উজ্জল মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংক কর্মকর্তা মোঃ আরিফ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইউব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ চন্দ্র দাস, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল চন্দ্র সাহা, ব্যবসায়ী আলহাজ্ব নাজমুল পাটওয়ারী, আলহাজ্ব স্বপন পাটওয়ারী, সঞ্জীত পোদ্দার, শাহাদাৎ হোসেন, জাকির হোসেন খান শিপন, মিজানুর রহমান খান বাদল প্রমুখ। পুরাণবাজারে লোন প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোর অনীহা দূর হবে কিনা জানতে চেয়ে বক্তব্য রাখেন ব্যবসায়ী রেজওয়ানুর রহমান রিজু পাটওয়ারী।

উল্লেখ্য, ১৯৮৩ সালে বেসরকারি ব্যাংক হিসেবে আইএফআইসি ব্যাংক সর্বপ্রথম যাত্রা শুরু করে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে তাদের শাখা কার্যক্রম চালু রয়েছে। কোনো খরচ ব্যতীত দেশের সকল স্থানে এই ব্যাংকের মাধ্যমে অনলাইন সেবা পাওয়া যাবে বলে ব্যাংক কর্মকর্তারা জানান। গ্রাহক সুবিধার কথা চিন্তা করে ব্যাংকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যা গ্রাহকগণ কোনো রকম ঝামেলা ছাড়াই গ্রহণ করতে পারবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়