প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আগামীকাল ১৭ সেপ্টেম্বর শুক্রবার একদিনের সফরে চাঁদপুরে আসছেন। তিনি শুক্রবার সকাল ১১টায় ঢাকার হেয়ার রোডস্থ বাসভবন থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করবেন। দুপুর ২টায় চাঁদপুর প্রেসক্লাবে রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানের ছেলের বৌভাতে অংশ নিবেন, দুপুর ৩টায় চাঁদপুর থেকে হাইমচরের উদ্দেশ্যে রওনা দিবেন, বিকেল ৪টায় হাইমচরের বাজাপ্তি রমণীমোহন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ২য়, ৩য় এবং ৪র্থ তলার সম্প্রসারণ কাজের উদ্বোধন, সোয়া ৪টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন, সাড়ে ৪টায় হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পৌনে ৫টায় হাইমচর ডাক বাংলোতে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। সন্ধ্যা ৬টায় তিনি হাইমচর থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দিবেন। সাড়ে ৬টায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন, সন্ধ্যা পৌনে ৭টায় পুরাণবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন এবং সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। রাত ৮টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দিবেন।