শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মৃত সন্তানের কাছে মায়ের খোলা চিঠি
রাসেল হাসান ॥

ফরিদগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানের মৃত্যুর ১ বছর পর সন্তানের কাছে খোলা চিঠি লিখলেন মা। গত বছর ১৪ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা নেয়ার পথে লঞ্চে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইমরান হোসেন পাবেল মারা যাওয়ার এক বছর পূর্ণ হলো গতকাল। গত এক বছরে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা গতকাল রাতে পাবেলের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেন। চিঠিটি গতকাল চাঁদপুর কণ্ঠের হাতে এসে পৌঁছায়। মায়ের আবেগময়ী অশ্রুসিক্ত চিঠিতে পাবেলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সাবলীল বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন তার মা পারভীন আক্তার।

মারা যাওয়া ইমরান হোসেন পাবেল ফরিদগঞ্জ ম্যাগাজিন হাউজের স্বত্বাধিকারী, স্থানীয় ও জাতীয় পত্রিকার এজেন্ট মাওলানা তাজুল ইসলামের ছেলে। ২ ছেলে ১ মেয়ের মধ্যে পাবেল ছিলো সবার বড়। পাবেলের মায়ের লেখা আবেগঘন চিঠিটি হুবহু তুলে ধরা হলো :

‘তোমার জন্ম শহরের কোনো ক্লিনিক বা হাসপাতালে নয়, গ্রামীণ পরিবেশে, গ্রামের টিনের চালাঘরে মাটিতে হামাগুড়ি দিয়েই তুমি হাঁটতে শুরু করেছিলে। মাটিতে পড়েছো, মাটিতে আঘাত খেয়েছো আবার মাটিতে ভর করেই দাঁড়িয়েছো। এই পড়া-ওঠা-দাঁড়ানো কেবল তোমার শিশু বয়সের অভিজ্ঞতাই নয় বরং এগুলো তোমার চির জীবনের সাথী। তোমার জীবনের উত্থান-পতনের সাথে সফলতা-ব্যর্থতা, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিবিড়ভাবে হৃদয়ের মাঝে জড়িয়ে আছে। শিশুকাল পেরিয়ে যখন স্কুলে যাও, তোমার মেধা বুদ্ধির পরিচয়ে ১ম স্থান দখল করে স্কুল-কলেজ পেরিয়ে দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকার বিশ্ববিদ্যালয়ে (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) মেধার পরিচয়ে স্থান করে নাও। কিন্তু বিধির বিধান খ-ায় কে? জন্মালে মরিতে হয়, মাটিতে তোমার উৎপত্তি, আবার এ মাটিতেই তোমার শেষ পরিণতি।

পাবেল,

তুমি চলে যাবার পর একটি বছর কেটে গেছে। এই একটি বছরে এমন একটি দিনও যায়নি যে, তোমার কথা-বার্তা, আচার-আচরণ, নম্রতা-ভদ্রতা, শিষ্টাচার মনে না পড়েছে। তোমার সাহস আর বন্ধুত্ব, মানবিকতার বিরল দৃষ্টান্ত আমাদের গর্বে বুক ভরিয়ে দেয়। তুমি আমাদের মাঝে না থাকলেও আমরা তোমার স্মৃতি ভুলতে পারি না। তুমি বেঁচে আছো তোমার সাহসিকতা ও নৈতিকতার প্রতীক হয়ে। পাবেল, তুমি ভালো থাকো। তুমি আছো হৃদয়ের গভীরে, তাইতো তোমায় ভুলি কী করে? যারা আমাদের চারপাশে আছেন, ভালোবাসা ও সমর্থনের জন্যে তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের প্রাণপ্রিয় হৃদয়ের স্পন্দন, মনের মণিমুক্তা ইমরান হোসেন পাবেলের জন্যে সবাই দোয়া করবেন। আল্লাহ যেনো তাকে জান্নাতবাসী করেন। আমিন।

ইতি

তোমার মা

পারভীন ও পরিবারবর্গ।

উল্লেখ্য, ইমরান হোসেন পাবেল ফরিদগঞ্জ এআর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি কৃতিত্বের সাথে পাস করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়