প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
গত ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে আমার বিরুদ্ধে দৈনিক চাঁদপুর কণ্ঠ ও বেশ কয়েকটি অনিবন্ধিত নামসর্বস্ব ভুঁইফোঁড় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করেছে। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে চিকিৎসাশাস্ত্রে আমার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমি হলফ করে বলতে পারি, আমার ভিজিটিং কার্ডে উল্লেখিত প্রতিটি রোগ সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সে সংক্রান্ত সার্টিফিকেটও আছে। সেসব কাগজপত্র আমি সিভিল সার্জন কার্যালয়ে জমা দিয়েছি। চাঁদপুরের সিভিল সার্জন মহোদয় প্রাথমিক যাচাই-বাছাই করে কাগজপত্র ঠিক আছে বলে জানান। তারপরেও ভুল তথ্যের ভিত্তিতে কিছু সাংবাদিকের অহেতুক অপপ্রচারের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক জবাব পেতে আমার চিকিৎসা শাস্ত্রে অর্জিত সকল সনদপত্র বিএমডিসি-তে পাঠানো হয়েছে। আমার ভিজিটিং কার্ডে উল্লেখিত শুধুমাত্র একটি ডিগ্রি চলমান রয়েছে। যা অসাবধানতাবশত উল্লেখ করা হলেও সেটি মুছে দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে অসত্য, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
জিডি ৫৩০/২১ -ডাঃ মোঃ ইফতেখার উল আলম, চাঁদপুর।