প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে কাউছার হোসেন (১৯) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পৌর এলাকার চরবসন্তে এই ঘটনা ঘটে। নিহত যুবক কাউছার হোসেন ওই গ্রামের হাজী বাড়ির শহীদ হোসেনের ছেলে।
জানা গেছে, ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে চরবসন্ত হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার ভবনের ছাদে শাক তুলতে যায় কাউছার হোসেন। এ সময় পা পিছলে সে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা রেফার করেন। অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেয়ার পথিমধ্যে মতলব এলাকায় দুপুরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সংবাদ পেয়ে থানা পুলিশ বিকেলে লাশ উদ্ধার করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যুর ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।