প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
সামাজিক ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অতিস বরণ দাশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সামাজিক ও মানবিক কাজগুলো প্রশংসার দাবি রাখে। তাদের ভালো কাজের ধারাবাহিক অংশ হিসেবে আজকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এটি খুবই ভালো কাজ।
তিনি আরো বলেন, ভালো কাজ করতে হলে ভালো মনের অধিকারী হতে হয়। প্রকৃতিপ্রেমী আর সুন্দর মনের মানুষদের মাধ্যমেই এমন মহৎ কাজ করা সম্ভব। আজকে কলেজ মাঠে রোপণ করা প্রতিটি গাছে আমরা আপনাদের স্মারক চিহ্ন লাগিয়ে রাখবো। যা আপনাদের এই মহৎ কাজের সাক্ষী হয়ে থাকবে। আমি আশা করি আপনাদের এই ভালো কাজের আন্তরিকতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর প্রেসিডেন্ট লায়ন মোঃ মফিজুল ইসলাম খান সেলিম ও সেক্রেটারী লায়ন আরমান চৌধুরী রবিন আমন্ত্রিত অতিথি এবং সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কলেজ মাঠে বেশ ক’টি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাহার, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সদস্য লায়ন জাকির হোসেন (পিপি), লায়ন মাহমুদুল হাসান (পিপি), লায়ন মোঃ জিকরুল আহসান (আইপিপি), ভাইস প্রেসিডেন্ট লায়ন কিশোর সিংহ রায়, সার্ভিস চেয়ারপার্সন লায়ন কামরুল হাসান, লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, লায়ন গোলাম হোসেন টিটু, লায়ন সাখাওয়াত হোসেন, লায়ন পারভেজ খান, লায়ন আবদুল্লাহ আল নোমান, লিও সজীব দেবনাথ, লিও পারবেজ মজুমদার, লিও ইমন খান, লিও বেলায়েত হোসেন, লিও নিজাম উদ্দিন, লিও সাদ্দাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গত ৯ সেপ্টেম্বর লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর পক্ষ থেকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের জন্য ১০০০ লিটারের বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন এবং ১০টি আধুনিক মেডিকেল বেড ও ৫০টি বালিশ প্রদান করা হয়। ক্লাবটির এই মানবিক কাজে ভূয়সী প্রশংসা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।