প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তি পথচারী হিসেবে দুর্ঘটনার শিকার হয়েছেন, নাকি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন-এ বিষয়ে স্থানীয়রা কিছু জানাতে পারেনি। দুর্ঘটনার পর চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, যদি কারও পরিচিত হয়ে থাকে তারা যেনো রেলওয়ে পুলিশের সাথে যোগাযোগ করেন।
স্থানীয়রা জানান, ইতিপূর্বে ওয়্যারলেস এলাকায় বিভিন্ন সময় আরো ২ ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হন। তাদের মধ্য একজনের পরিচয় পরে পাওয়া গেছে।