প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মতলব ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক মোল্লা মোঃ রিয়াছত উল্লাহর নবম মৃত্যুবার্ষিকী আজ ১৪ সেপ্টেম্বর।
এ উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে মতলব বাজার শাহী জামে মসজিদ এবং গ্রামের বাড়ি চরমুকুন্দি জামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের ছোট ছেলে মেলবোর্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সভাপতি এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো সহযোগী অধ্যাপক আলহাজ মোল্লা মোঃ রাশিদুল হক।