প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার সংবাদপত্র এজেন্ট ও মেসার্স ম্যাগাজিন হাউজের স্বত্ব্াধিকারী মাওলানা তাজুল ইসলামের বড় ছেলে ঢাকা জগন্নাথ বিশ্ববিদালয়ের মেধাবী ছাত্র ইমরান হোসেন পাভেলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৪ সেপ্টেম্বর। ২০২০ সালের এইদিনে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেয়ার সময় পথে তিনি মৃৃত্যুবরণ করে। প্রাথমিক অবস্থায় তার মৃত্যু স্বাভাবিক বলে ধরে নিলেও তার পিতার দাবি, চিকিৎসকের অবহেলার কারণে তার মেধাবী ছেলেটি অকালে ঝরে গেল।
পাভেলের পিতা মাওলানা তাজুল ইসলাম জানান, পাভেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলো। ছোটবেলা থেকেই পাভেলের হার্টে ছোট ছিদ্র ছিলো। ফলে তার যখনই কোনো রোগের উদ্ভব হতো, তখনই সংশ্লিষ্ট চিকিৎসককে তার বিষয়ে বিস্তারিত জানাতে হতো। কিন্তু সর্বশেষ তার জ্বর এবং পরবতীতে শ্বাসকষ্ট দেখা দিলেও করোনা টেস্টে তার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু জনৈক চিকিৎসক সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে না পারায় অকালে পাভেল মৃত্যবরণ করে।
এদিকে পাভেলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন করেছে তার পরিবার।