শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

চাঁদপুরে প্রশাসন থেকে বালুমহালের কোনো ইজারা দেয়া হয় না

চাঁদপুরে প্রশাসন থেকে বালুমহালের কোনো ইজারা দেয়া হয় না
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, চাঁদপুরে প্রশাসনের পক্ষ থেকে বালুমহালের কোনো ইজারা দেয়া হয় নাই। কেবলমাত্র দু’টো জায়গায় ইজারা দেয়া হয়েছে। একটি হলো নদীপথে ডুবোচর। অপরটি হলো সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো স্থান ভরাটের অনুমোদন। আমি এ বিষয়ে বিআইডব্লিউটিএর কাছে জানতে চেয়েছিলাম, কোনো সদুত্তর পাইনি। যেভাবে দেদারছে বালু কাটা হচ্ছে এটা শুভ লক্ষণ নয়। যে সকল এলাকায় বালু কাটা হবে এ বিষয়ে জেলা প্রশাসনকে অবহিত করতে হবে। যে জায়গা থেকে বালু উত্তোলন করা হয় সেখানে তফসিলের নাম উল্লেখ করে কী পরিমাণ জায়গা তা উল্লেখ করতে হবে। নদীপথে যেখানে ডুবোচর আছে, যদি ডুবোচরের কারণে পানির প্রবাহ কমে যায়, সেখানে পানির প্রবাহ স্বাভাবিক করতে বালু কাটা হতে পারে। চাঁদপুরের কিছু জায়গায় অভিযোগের প্রেক্ষিতে অবৈধ বালুমহালকে আমরা আইনের আওতায় এনেছি এবং অনেকের বালুমহালের সরঞ্জাম বিনষ্ট করে দিয়েছি। জেলা প্রশাসক আরও বলেন, সবাই সচেতন হলে অবৈধ বালু মহল বন্ধ করা সম্ভব। তা না হলে দেখা যাবে দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকবে।

গতকাল ১২ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় চাঁদপুর জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ারের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত নৌ পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আহসান হাবীব, জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ শরীফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একেএম দিদারুল আলম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহাবুবুল আলম লিপন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

জেলা প্রশাসক বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। জেলার আইন-শৃঙ্খলার উন্নয়নে দলের পক্ষ থেকে প্রশাসনকে কোনো বিষয়ে প্রভাবিত না করে বরং সহযোগিতা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো উল্লেখ করেন, আফগানিস্তানে তালেবান সরকারকে আমাদের দেশের সরকার এখনও পর্যন্ত কোনো বিষয়ে সমর্থন দেননি। সে সুবাদে আমাদের দেশেও তালেবান সম্পর্কে কোনো বিষয় নিয়ে জুমার খুতবায় আমরা আলোচনা শুনতে চাই না। আমরা চাই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে ইমাম সাহেবগণ সমাজ ও দেশের কল্যাণে জুমার খুতবায় বক্তব্য উপস্থাপন করবেন।

জেলা পাসপোর্ট অফিসে নাগরিক সেবায় হয়রানি হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, পাসপোর্ট অফিসের যারা দালালচক্র তাদের তালিকা নির্ণয় করে তা টানিয়ে রাখতে হবে। যাদের দ্বারা সাধারণ মানুষ হয়রানি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাবে, ওই সকল দালালকে চিহ্নিত করে আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি করেন। মাদক নিয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে যেভাবেই হোক চাঁদপুরকে মাদকমুক্ত করতে হবে, মাদকের বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা থাকবে। শিক্ষা বিষয়ে জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন পরে স্কুল কলেজ খোলায় শিক্ষার্থীরা আনন্দবোধ করছে। আমি বিভিন্ন স্কুল এবং কলেজ পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং তাদেরকে মাস্ক পরিধান বিষয়ে সচেতন করেছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটাও বলেছি, তোমরা যদি বন্ধুত্ব বজায় রাখতে চাও এবং নিজেকে ভালোবাসো, তাহলে নিজেও মাস্ক পরবে বন্ধুকেও মাস্ক পরতে উৎসাহিত করবে। গত কয়েকদিন পূর্বে চাঁদপুরে বাস শ্রমিকরা ধর্মঘট করে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ হয়েছে। সে বিষয়ে জেলা প্রশাসক ক্ষোভ প্রকাশ করে বলেন, সেদিনের বিষয়টি ছিল শ্রমিকদের নিজস্ব পরিসরে। কিন্তু তারা সেটি না করে ধর্মঘট দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, তাতে আমার মনে হয়েছে এখানে কোনো রাজনৈতিক অশুভ শক্তি আছে। ভবিষ্যতে আমরা এ বিষয়টি নিয়ে আরও কঠোর হবো এবং কেউ যদি আইন অমান্য করে তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়