প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্সে আনসার ভিডিপি সদস্যদের আবাসনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নুরুল আমিন রুহুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ মহসিন মিয়া মানিক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ জামান সরকারসহ নেতৃবৃন্দ।
শনিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের মূল ফটকের পাশে উপজেলা পরিষদ রাজস্ব তহবিল থেকে ১৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ আবাসন নির্মিত হচ্ছে।