শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় সোনিয়া বেগম (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ছোট ভবানীপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে মৃত্যুর এ ঘটনা ঘটে। সোনিয়া পাশর্^বর্তী বরুড়া উপজেলার পেরুল গ্রামের গাজী বাড়ির মন্টু মিয়ার মেয়ে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোনিয়ার বাবা শফিকুল ইসলাম জানান, প্রায় এক যুগ পূর্বে পারিবারিক সম্মতিতে কচুয়া উপজেলার ছোট ভবানীপুর গ্রামের পাটওয়ারী বাড়ির বশির উল্যার ছেলে মকবুল আহমেদ বাবুর সাথে তার মেয়ের বিয়ে হয়। তাদের ১০ বছরের একটি মেয়ে ও ২ বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্যে তারা আমার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। টাকা দিলেই কয়েকদিন নির্যাতন বন্ধ থাকে। এ নিয়ে বিভিন্ন সময় গ্রাম্য সালিস বসে দফায় দফায় সমাধান করা হয়। তারপরও থেমে নেই শারীরিক ও মানসিক নির্যাতন। গত মাস দেড়েক পূর্বে কচুয়া থানায় আমার মেয়ে সোনিয়া বাদী হয়ে তাকে নির্যাতনের অভিযোগ এনে একটি অভিযোগও দায়ের করেন।

সোনিয়ার স্বামী মকবুল হোসেন জানান, প্রায় দেড় মাস ধরে আমার স্ত্রী অসুস্থ। ডাক্তার দেখিয়ে বাড়িতেই চিকিৎসা চলছিলো। প্রতিদিনের ন্যায় শনিবার সকালেও আমি ডেকোরেটরের কাজে সকালে বাড়ি থেকে বেরিয়ে যাই। সকাল ৯টার দিকে আমার মেয়ে তানজিনা ফোন করে জানায় মা বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি বাড়িতে চলে আস। খবর পেয়ে বাড়িতে এসে সোনিয়াকে পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আমেনা আক্তার জানান, কচুয়ার গৃহবধূ সোনিয়ার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিকভাবে পরীক্ষা-নীরিক্ষা করে মৃত পাওয়া যায়। পরে ইসিজি করে তা নিশ্চিত করা হয়। তবে গৃহবধূর মৃত্যুটি আমার কাছে রহস্যজনক মনে হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধ্যায় ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। গৃহবধূ সোনিয়ার মৃত্যুটি রহস্যজনক হওয়ায় তার লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে গৃহবধূ সোনিয়ার মৃত্যুটি রহস্যজনক হওয়ায় এ নিয়ে এলাকায় গুঞ্জন উঠেছে, সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়