শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শাহরাস্তিতে চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের অর্গানাইজিং ডে পালিত
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের অর্গানাইজিং ডে পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলার প্যারাডাইজ কফি হাউস মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ রহিমা বেগম কল্পনার সভাপতিত্বে এবং সচিব রোটাঃ কাজী রাকিবুল হাসান রুম্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী জেলা-৩২৮২-এর সাবেক সেক্রেটারি রোটাঃ সৈয়দ কে. আজিম পিন্টু, ক্লাবের অ্যাডভাইজার রোটাঃ কাজী শাহাদাত, ফেনী রাইজিংসান ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ নজরুল ইসলাম সবুজ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির ও সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবুল কালাম। উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট মাহমুদা খানম, অর্গানাইজার ও ট্রেইনার মফিজ উদ্দিন সরকার, ভাইস প্রেসিডেন্ট মোঃ আসিফ ইসলাম, ক্লাব এডিটর রোটাঃ মাহমুদ হাসান কবির, ট্রেজারার রোটাঃ ইলিয়াস মজুমদার সুমন, ক্লাবের অন্যতম পরিচালক রোটাঃ আওলাদ হোসেন প্রধানীয়া, ক্লাব সদস্য রোটাঃ সাখাওয়াত হোসেন, রোটাঃ রাসেল পাটোয়ারী, রোটাঃ মজিবুর রহমান আখন্দ ও মাকসুদ আলম শাহীন।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রোটারী ক্লাবের সাবেক সভাপতি রকিউদ্দিন রিপন, হাজীগঞ্জ রোটারী ক্লাবের ট্রেজারার মোঃ জাহাঙ্গীর হোসেন, নোয়াখালী রোটারী ক্লাবের ট্রেজারার আঃ আলী আরমান, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও প্রচার সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ। অনুষ্ঠানে অতিথিসেবক (হোস্ট) ও সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়।

রোটারী জেলা-৩২৮২-এর বর্তমান গভর্নর আবু ফয়েজ খান চৌধুরীর পিতার মৃত্যু, চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের চার্টার সেক্রেটারী সাইফুল আজমের মায়ের মৃত্যুসহ আরো ক’জনের মৃত্যুতে তাদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রোটাঃ জাহাঙ্গীর আলম হৃদয়। সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়