প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
সিআইডি ও পিবিআইর ঘটনাস্থল পরিদর্শন
কচুয়ায় দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে কালিয়াপাড়া-কচুয়া সড়কের পাশে অবস্থিত আমুজান তালুকদার বাড়ি ও আশ্রাফপুর গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে এ ডাকাতি হয়। ডাকাত দল প্রায় ২৫ ভরি স্বর্ণ ও নগদ প্রায় ৫ লক্ষ টাকা লুটে নেয়।
আমুজান তালুকদার বাড়ির হোমিও ডাক্তার আহমেদ পেয়ার রুবেল জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ১০/১২ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের ঘরে প্রবেশ করে পরিবারের সকলকে মারধরসহ রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির তালা ভেঙ্গে নগদ ৪ লক্ষ টাকা ও ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ২টি স্মার্ট ফোন নিয়ে যায়।
একই কায়দায় আশ্রাফপুর চৌধুরী বাড়ির মাহমুদা চৌধুরীর নতুন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ডাকাত দল বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের লোকজনদের অস্তের মুখে জিম্মি করে মাহমুদা চৌধুরীর কক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং একই ভবনের স্কুল শিক্ষিকা বাবলী রাণী সরকারের কক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা ও ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটে নেয়।
ডাকাত দল মালামাল লুট করা শেষে উভয় কক্ষের লোকজনকে একটি কক্ষে এনে দরজার বাইরে ছিটকিনি লাগিয়ে দ্রুত চলে যায়। কক্ষে বন্দী হয়ে পড়া লোকজন ৯৯৯ নম্বরে ফোন দিলে কচুয়া থানা পুলিশ রাত ৩টায় ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। গতকাল ১১ সেপ্টেম্বর শনিবার দুপুরে চাঁদপুরের সিআইডি ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, খবর পেয়ে রাতেই আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। সকালে সিআইডি ও পিবিআই ব্রাঞ্চের সদস্যরা এসে আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।