প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহিলা নেত্রী প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরীর সহধর্মিণী নাসরিন জাহান সেফালী। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল।
কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। শাহরাস্তি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৮ নেতা।
নাসরিন জাহান সেফালী দীর্ঘদিন থেকে ঢাকার রাজনীতিতে পরিচিত মুখ। তিনি একাধারে শাহরাস্তিতে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামের বধূ নাসরিন জাহান সেফালী তার স্বামীর শূন্য স্থানে নিজেকে জড়িত করতে তৎপর ছিলেন। রাজনীতিতে সক্রিয় এই নেত্রীর হাত ধরে শাহরাস্তির উন্নয়ন কর্মকা- এগিয়ে যাবে-এটাই সকলের প্রত্যাশা।