প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় কীটনাশক খেয়ে মোরশেনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার মেঘদাইর গ্রামের হারুনের মেয়ে। নিহতের বাবা হারুন জানান, দুই বছর আগে মোরশেনা আক্তারের পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুরের জোরপুল গ্রামের কবির হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে কলহ লেগে থাকতো। শুক্রবার স্বামীর বাড়ির লোকজন তাকে মারধর করে কীটনাশক পান করিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কচুয়া থানায় নিয়ে আসে পুলিশ।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।