প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠটি একই নামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত। অর্থাৎ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠটির অবস্থান। এই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই মূলত এ মাঠটিতে প্রতিদিন স্কুল সময়ে খেলাধুলা, হৈ-হুল্লোড় করে থাকে। কিন্তু করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাঠটি হকারদের দখলে চলে যায়। আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। শুরু হয়ে যাবে আবার আগের মতো ছাত্র-ছাত্রীদের বিচরণ। কিন্তু স্কুল মাঠটি হকারদের দখলে থাকায় তাতে বিড়ম্বনা ঘটবে। অভিভাবকদের দাবি, স্কুল মাঠটি হকার মুক্ত করা হোক। ছবি ও প্রতিবেদন। বাদল মজুমদার।