প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
মতলব উত্তরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা
মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, পিআইও মোঃ আওরঙ্গজেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সাংবাদিক আরাফাত আল-আমিন প্রমুখ।
ইউএনও একি মিত্র চাকমা তাঁর বক্তব্যে বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হবে। সকলে মিলে পূজার পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার ব্যাপারে সচেতন হতে হবে।