প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কালিয়াপাড়ায় ২৩ বোতল ভারতীয় মদসহ একজন আটক
শাহরাস্তি উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কালিয়াপাড়া বাজারে ২৩ বোতল ভারতীয় মদসহ মাদককারবারীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। ২১ সেপ্টেম্বর বেলা সোয়া ২টায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করায় কুমিল্লা জেলার কোতোয়ালি থানার জাকুনি পাড়ার ঘোষ বাড়ির মৃত অধীর চন্দ্র ঘোষের ছেলে মৃদুল কান্তি ঘোষকে তল্লাশি করে তার হেফাজতে থাকা ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি পুলিশের তৎপরতায় ভাটা পড়ার সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে পুলিশের তৎপরতা বাড়াতে হবে।