শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরের জনবান্ধব সাবেক জেলা প্রশাসক
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরের সাবেক সফল জেলা প্রশাসক, জনপ্রশাসন পদকপ্রাপ্ত জনবান্ধব কর্মকর্তা মোঃ আব্দুস সবুর মন্ডল ( ৬১০৬) অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন । ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির আদেশ জারি করে। এ মন্ত্রণালয় থেকে মোঃ আব্দুস সবুর মন্ডলসহ মোট ৮৯ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। জানা গেছে, মোঃ আব্দুস সবুর মন্ডল বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বে আছেন এবং সংশ্লষ্টি অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্ব পালন করছেন ।

মোঃ আব্দুস সবুর মন্ডল অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় মহান আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী সপ্তাহেই আশা করছি আমাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পূর্ণ দায়িত্ব প্রদান করবে সরকার । যদিও আমি এখন ওই দপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্ব পালন করছি।

তিনি আরো বলেন, আমি চাঁদপুরবাসীর প্রতি সবসময়ই কৃতজ্ঞ । চাঁদপুরে জেলা প্রশাসক থাকাকালীন জনপ্রশাসন পদকপ্রাপ্ত হই।

জানা গেছে, চাঁদপুরে জেলা প্রশাসক থাকাকালীন ২০১৭ সালের ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক এবং ২০১৯ সালরে ২৩ জুলাই জেলা পর্যায়ে জনপ্রশাসন পদক গ্রহণ করেন। ডিজিটাল মাধ্যমে জনসেবার জন্য ২০১৬ সালে দেশসেরা জেলা প্রশাসকের পুরস্কার লাভ করেন। তিনি চাঁদপুরে থাকাকালীন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও ভিক্ষুকমুক্ত জেলা গঠন কার্যক্রম চালু করেন। তাঁর নেতৃত্বে দেশের প্রথম জেলা হিসেবে চাঁদপুরকে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামে ব্র্যান্ডিং করা হয়।

মোঃ আব্দুস সবুর মন্ডলরে গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায় । তার স্ত্রী আখতারী জামান ঢাকা ইডেন কলেজের সহকারী অধ্যাপক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন । তার এক ছেলে দুই মেয়ে রয়েছে । এর মধ্যে এক মেয়ে আমেরিকাতে পড়াশুনা করছে । তিনি ১৩তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়