প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁসকের সাবেক শিক্ষক আবদুল মালেক উকিলের দাফন সম্পন্ন
চাঁদপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মালেক উকিল (ভূগোল বিভাগ)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন চাঁদপুর শহরের তালতলাস্থ বকাউল বাড়ি এলাকায় বসবাস করতেন। আবদুল মালেক উকিল গত ২০ সেপ্টেম্বর সকাল দশটায় ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত কমান্ডার তোফায়েল আহমেদ সাগর, এক মেয়ে নুরজাহান বেগম সেতু ও তিন নাতনী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদে জানাজার নামাজ শেষে বাদ আসর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতি সংসদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোক : চাঁদপুর সরকারি কলেজের সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মালেক উকিলের মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন মরহুমের বেয়াই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, ভাই প্রফেসর সিরাজুল ইসলাম, কাজী বেলাল হোসেন, পরিচালক প্রিন্স গ্রুপ এবং তার পরিবারবর্গ।