প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০২ ব্যাচের পুনর্মিলনী
‘বন্ধুর বিপদে বন্ধু সবসময়’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে এই প্রথম কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘ ২২ বছর পর একত্রে মিলিত হয়ে আনন্দ উল্লাস ও স্মৃতিচারণে মেতে উঠেন। এ সময় তাদের মাঝে অন্য রকম উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা যেনো ফিরে যায় সেই পুরোনো স্কুল জীবনের উদ্দীপনায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মাস্টারের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ ইলিয়াছ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ কচি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শারফিন হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও বিশিষ্ট শিক্ষানুরাগী জহিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা বোরহান উদ্দিন, শিক্ষানুরাগী ইসমাইল হোসেন, শাহাদাত হোসেন, জহিরুল ইসলাম, লুৎফুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, জেসমিন আক্তার, সাবেক শিক্ষক মোঃ নাজমুল, নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান, প্রাক্তন শিক্ষার্থী সাইফুল ইসলাম রুবেল, গোলাম রাব্বানী, সাখাওয়াত হোসেন জুয়েল, বোরহান উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় এই বিদ্যালয় থেকে ২০২৪ ব্যাচে জিপিএ-৫ পাওয়া ১০ কৃতী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার বিতরণ করেন অতিথিবৃন্দ।