শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

কচুয়ায় নিহত হাসানের পরিবারের পাশে জামায়াতে ইসলামী

মোহাম্মদ মহিউদ্দিন ॥
কচুয়ায় নিহত হাসানের পরিবারের পাশে জামায়াতে ইসলামী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কচুয়ায় হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের নির্দেশক্রমে ঢাকা বসুন্ধরা সিটির জামায়াতে ইসলামি একটি প্রতিনিধি দল ও কচুয়া উপজেলা জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ উপজেলার কড়ইয়া ইউনিয়নের তুলাতুলী গ্রামের নিহত হাসানের পরিবারের প্রতি গভীর সমবেদনা, কবর জিয়ারত এবং তার বাবাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় শহিদ হাসানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কচুয়া উপজেলার আমির অ্যাডঃ আবু তাহের মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকির উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামির কচুয়া উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কচুয়া পৌর শাখার সভাপতি মোঃ মফিজুর রহমান প্রমুখ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা ও কড়ইয়া ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত হাসান ঢাকা বসুন্ধরা সিটির একটি লাইব্রেরিতে কর্মরত ছিলেন। কর্মজীবনের পাশাপাশি তিনি একাদশ শ্রেণিতে লেখাপড়া করতেন। ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাবার ও পানি নিয়ে রওনা হলে রাস্তায় গুলিবিদ্ধ হন তিনি। পরে সেই হসপিটালে মৃত্যুবরণ করেন হাসান। হাসান তুলাতুলি গ্রামের সিকদার বাড়ির মোঃ কবির হোসেনের একমাত্র ছেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়