প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ট্রাক রোড ও সেতুর অ্যাপ্রোচ রোডের মেরামত চলছে
চাঁদপুর শহরের ক্ষতবিক্ষত ট্রাক রোডের কাজ শুরু হয়েছে। জরুরি মেরামতের পর চলাচলের উপযোগী হলে পিচ ঢালাই হবে। আঃ করিম পাটোয়ারী সড়ক (সাবেক কুমিল্লা রোড), লোহারপুল-দোকানঘর রোড এবং ট্রাক রোডের কাজ একসাথেই চলছে। এছাড়া নতুন বাজার-পুরাণবাজার সংযোগ সেতু র অ্যাপ্রোচ রোডের ভাঙ্গা স্থানগুলো মেরামত করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় জরুরি মেরামতের পাশাপাশি আরসিসি ড্রেনসহ অন্যান্য কাজও চলমান। চাঁদপুর পৌর প্রশাসকের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
কাজের মানের ক্ষেত্রে যে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে পৌর নির্বাহী প্রকৌশলী (০১৭১১২৬১০৪৪)কে এবং প্রতিকার না পেলে পৌর প্রশাসক (০১৭৩০০৬৭০৫৩)কে অবহিত করার জন্যে বলা হয়েছে।
পুরাণবাজারের লোহারপুল থেকে পলাশের মোড় রয়েজ রোডের এই রাস্তাটুকুর কাজও কিছুদিনের মধ্যে করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা। ছবিতে চাঁদপুর পৌরসভার চলমান উন্নয়ন কাজের খণ্ড চিত্র দেখা যাচ্ছে।