শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে বন্যার্তদের মাঝে সিএসএসের আর্থিক সহায়তা প্রদান

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে বন্যার্তদের মাঝে সিএসএসের আর্থিক সহায়তা প্রদান

খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) নামক এনজিও'র উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সিএসএস লক্ষ্মীপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন অডিট অ্যান্ড মনিটরিং অফিসার মোঃ কামরুল হাসান, ফরিদগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ ফরহাদ, শাখা হিসাব রক্ষক প্রভাত সিংহসহ কর্মকর্তাবৃন্দ।

সিএসএস কর্তৃপক্ষ জানায়, বন্যায় সংস্থার ক্ষতিগ্রস্ত সদস্যদের মধ্যে ৮০ ভাগ ও সদস্যদের বাইরে ২০ ভাগ দুর্দশাগ্রস্ত সহ মোট ১২০ জনের মাঝে এই আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এছাড়া একইভাবে ফরিদগঞ্জ উপজেলার ন্যায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ, মান্দারীবাজার ও রায়পুর উপজেলায়ও এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। অসহায় পরিবারের পাশে আর্থিক সহায়তা প্রদান করতে পেরে সিএসএস গর্বিত এবং ভবিষ্যতে এই ধরনের দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশা আছে তাদের-- উল্লেখিত আর্থিক সহায়তা প্রদানকালে সেটা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়