শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

নতুনবাজার মিল গুদারাঘাট এলাকা মাদকসেবী ও বিক্রেতাদের অভয়ারণ্য

ব্যবসায়ীরা আতঙ্কিত

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
নতুনবাজার মিল গুদারাঘাট এলাকা মাদকসেবী ও বিক্রেতাদের অভয়ারণ্য

চাঁদপুর শহরের নতুনবাজার বিজলী রোড ও মিল গুদারাঘাট এলাকায় মাদকসেবী এবং মাদক বিক্রেতাদের বিচরণ থাকে সবসময়। এলাকাটি অনেকটা নির্জন হওয়ায় দিনে-রাতে সবসময় এখানে মাদকের বেচাকেনা জমজমাট থাকে। বিশেষ করে রাতের বেলা থাকে তাদের সবচেয়ে বেশি উপদ্রব। তাদের উপদ্রবে স্থানীয় ব্যবসায়ীরা থাকে সবসময় আতঙ্কে। তাদের দ্বারা শহরের কিশোর গ্যাং পরিচালিত হওয়ায় নিরীহ ব্যবসায়ীরা ভয়ে তাদেরকে কিছু বলার সাহস পায় না।

নতুনবাজার বিজলী রোড ও মিল গুদারাঘাট এলাকার কিছু ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই এলাকার বিসমিল্লাহ রাইচ মিল ও পূবালী রাইচ মিল এলাকা তুলনামূলক কিছুটা নির্জন জায়গা। আর এ সুযোগেই ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ নানা মাদকসেবী এবং বিক্রেতারা এই জায়গায় মাদক বিক্রি এবং সেবন করে থাকে। সন্ধ্যার পর তাদের আনাগোনা বেড়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা কয়েকবার বাধা দিলেও তারা তাদের ওপর চড়াও হয়। স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে সে এলাকায় সিসি ক্যামেরা লাগান। এখন এই সিসি ক্যামেরা খুলে নেয়ার জন্যে মাদকসেবীরা ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে বলে তারা অভিযোগ করেন।

ব্যবসায়ীরা জানান, আমরা ইতিপূর্বে পুলিশ সুপার এবং সদর মডেল থানায় এ বিষয়ে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো কাজ হয় নি। মাঝেমধ্যে পুলিশ অভিযানে গেলেও মাদক বিক্রেতাদের সোর্স বাজারের রাস্তার মাথায় থেকে মোবাইলে খবর জানিয়ে দেয়। তখন তারা দ্রুত নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে যায়। গুদারাঘাটের কিছু নৌকা মাঝির সাথেও মাদক বিক্রেতাদের এ বিষয়ে সখ্যতা রয়েছে।

সর্বশেষ ভুক্তভোগী স্থানীয় ব্যবসায়ীরা সম্প্রতি চাঁদপুর পৌরসভার প্রশাসকের কাছে এ ব্যাপারে প্রতিকার চেয়ে আবেদন করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়