প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা পুলিশের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে রচনা প্রতিযোগিতা-২০২৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমণ্ডবার।
পুলিশ সুপার তাঁর বক্তৃতায় বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান প্রজন্ম কেমন পুলিশ চায়, পুলিশের কাছে তাদের প্রত্যাশা ও প্রাপ্তি এবং সমাজিক সমস্যা প্রতিরোধে চাঁদপুর জেলা পুলিশের ভূমিকা এই তিনটি বিষয়ে তারা যে বাস্তবধর্মী তথ্যবহুল লেখনী তুলে ধরেছে, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা তা জানতে পেরেছি। তাদের সৃজনশীল চিন্তাধারা ও সমাজের প্রতি দায়িত্ববোধ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজয়ীরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা এবং সৃজনশীলতার প্রমাণ দিয়েছেন।’
অনুষ্ঠানে ‘ক’, ‘খ’ এবং ‘গ’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও স্যুভেনির প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু, পুরস্কার বিজয়ীগণসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।